প্রাণীটি চিড়িয়াখানা কিংবা খুলনা বনাঞ্চলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
Published : 30 Oct 2024, 10:09 PM
মাদারীপুর সদর উপজেলায় কৃষকের ইঁদুর মারা ফাঁদে একটি গন্ধগোকুল আটক হয়েছে। পরে সেটি বন বিভাগের লোকজন নিয়ে গেছেন।
মঙ্গলবার রাত ১২টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকায় এটি ধরা পড়ে বলে জানান সামাজিক বন বিভাগ মাদারীপুর কার্যালয়ের বাগান মালী মো. হুমায়ুন কবির।
বন বিভাগ ও স্থানীয়রা জানান, ওই এলাকার কৃষক মনির তালুকদার বাড়ির পাশে একটি বাগানে ইঁদুর মারা জন্য খাঁচা পেতে রাখেন। রাতে বাগানে গিয়ে তিনি খাঁচায় একটি বিরল প্রজাতির প্রাণী দেখতে পান। পরে সেটি তিনি বাড়িতে নিয়ে যান।
প্রাণীটির শরীর থেকে সুগন্ধ ছড়াচ্ছে, এমন খবরে এটি দেখতে ওই কৃষকের বাড়িতে ভীড় করেন প্রতিবেশীরা। দুপুরে খবর পেয়ে বন বিভাগের লোকজন গন্ধগোকুলটি উদ্ধার করে নিয়ে যান।
বাগান মালী হুমায়ুন কবির বলেন, এক সময় গন্ধগোকুল অনেক দেখা গেলেও এখন আর দেখা যায় না। কৃষক মনির তালুকদার এটি খাঁচায় আটক করেছেন।
দুপুরে প্রাণীটি উদ্ধারে পর মাদারীপুর অফিস নিয়ে যাওয়া হয়, পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চিড়িয়াখানা কিংবা খুলনা বনাঞ্চলে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।