শ্রমিকেরা রাতে চৌকিদেখি পেট্রল পাম্পের সামনের সড়কে একটি ট্রাক থেকে রড নামানোর কাজ করছিলেন।
Published : 23 Jan 2025, 02:04 PM
সিলেট নগরীতে অটোরিকশার চাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৩টার দিকে নগরীর চৌকিদেখি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
নিহত দুই শ্রমিক হলেন- সেলিম মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২০) ও মাসুক মিয়ার ছেলে মো. লায়েছ মিয়া (৩৫)। তাদের দুজনের বাড়ি সুনামগঞ্জ জেলায়, তারা সিলেট নগরীর শাহজালাল উপশহরের সি ব্লকের তেররতন এলাকার ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আনিসুর বলেন, ওই শ্রমিকেরা রাতে চৌকিদেখি পেট্রল পাম্পের সামনের সড়কে একটি ট্রাক থেকে রড নামানোর কাজ করছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের চাপা দেয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রয়েছে।”