কুয়াকাটাগামী বাস উল্টে শিশু নিহত, আহত ২০

ঢাকা থেকে ছেড়ে কুয়াকাটার উদ্দেশ্যে যাওয়া বাসটির বেশির ভাগ যাত্রীই ছিলেন পর্যটক।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2023, 08:43 AM
Updated : 8 March 2023, 08:43 AM

ঢাকা থেকে কুয়াকাটাগামী একটি বাস পটুয়াখালী সেতুর উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে শিশুটির বাবা-মাসহ অন্তত ২০ জন।

বুধবার ভোর সোয়া ৪টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শিয়ালী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান।

নিহত রোজা বিনতে রিয়ামনি (৬) কুড়িগ্রাম জেলার মুক্তারাম উপজেলার রিয়াজুল ইসলামের মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে কুয়াকাটায় ঘুরতে যাচ্ছিল।

ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে কুয়াকাটার উদ্দেশ্যে যাওয়া ইকোনো প্রাইভেট লিমিটেডের বাসটির বেশির ভাগ যাত্রীই ছিলেন পর্যটক।

ভোর সোয়া ৪টার দিকে পটুয়াখালী ব্রীজের উত্তর পাশে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলেই শিশু রোজা মারা যায়। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সালেহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় কুড়িগ্রামের শিশু রোজা মারা গেছে। আহতদের মধ্যে ১৭ জনকে ভর্তি হয়েছেন।

তবে তিনি আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি।

বাসটি পুলিশ হেফাজতে রয়েছে জানিয়ে ওসি বলেন, নিহত রোজার মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।