ভোর ৪টার দিকে কোনাবাড়ির পারিজাত এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
Published : 16 Jan 2025, 10:52 AM
গাজীপুর মহানগরীতে ছয়টি ঝুটের গুদাম পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহত হয়নি।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কোনাবাড়ির পারিজাত এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানায়, প্রথমে একটি টিন শেডের ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা আশপাশের আরও পাঁচটি গুদামে ছড়িয়ে পড়ে।
শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে কোনাবাড়ী মডার্ন ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে ডাম্পিংয়ের কাজ চলছে।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”