কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
Published : 16 Mar 2025, 03:17 PM
কুমিল্লার হোমনায় যুবককে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।
রোববার সকাল ৭টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ একটি গ্যারেজের পাশ থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে বলে হোমনা থানার ওসি জাবেদউল ইসলাম জানান।
তিনি বলেন, শনিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে রাস্তার ধারে একটি গ্যারেজের পাশে ফেলে রাখা হয়।
নিহত বিল্লাল হোসেন (৩৫) উপজেলা ঘাড়মোড়া ইউনিয়নের বড়ঘাড়মোড়া গ্রামের মো. জামান মিয়ার ছেলে।
কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, বিল্লাল হোসেন কখনো অটোরিকশা চালাতেন, আবার কখনো বেকার থাকতেন।
ওসি জাবেদউল বলেন, এ হত্যাকাণ্ডের কারণ জানতে ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যার পেছনে কোনো পূর্ব শত্রুতা, ব্যক্তিগত বিরোধ, মাদক বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরো বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তার পরিবারের পক্ষ থেকে আমাদের কোনো সুস্পষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করা হয়নি। আমরা নিজেরাই তদন্ত করছি, আশা করছি, দ্রুতই হত্যাকাণ্ডের কারণ জানতে পারব।”