২০২১ সালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি হয়।
Published : 06 Nov 2024, 09:41 PM
সিলেটে চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েইয়ের খুনের ঘটনায় দেশটির আরেক নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় দেন বলে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বদরুল আহমদ চৌধুরী জানান।
সাজাপ্রপ্ত চীনা নাগরিক হলেন-জো চাও (৪০)।
মামলার বিবরণে বলা হয়, সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওয়েন্টাও ও জো চাওসহ ১২ চীনা নাগরিক। তারা সবাই কুমারগাঁওয়ে বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ছিলেন।
২০২১ সালের ১৮ মে সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি হয়। এ সময় ওয়েন্টাওকে ছুরিকাঘাত করেন জো চাও। এতে ওয়েন্টাওয়ের মৃত্যু হয়।
এ ঘটনার পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় জো চাওকে।
রায়ের পর মামলার বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ সাংবাদিকদের বলেন, “মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। রায়ের সময় আসামি জো চাও আদালতে উপস্থিত ছিলেন।’’
বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।