মালামাল আনলোড করে যাওয়ার সময় এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের হেলপার গুরুতর আহত হয়।
Published : 20 Jul 2023, 08:12 PM
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর বাংলাদেশি একটি ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের এক হেলপারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্থলবন্দর এলাকায় এ ঘটনা ঘটে বলে সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান।
নিহত রাজ (১৭) যশোরের ঝুমঝুমপুরের রাজা আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মহিদুল ইসলাম জানান, ভোমরা স্থলবন্দরে মালামাল আনলোড করে যাওয়ার সময় বাংলাদেশি একটি ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের হেলপার রাজ গুরুতর আহত হয়।
তিনি বলেন, এরপর স্থানীয়রা আহত রাজকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে; চালক পলাতক বলে জানান পুলিশের এই কর্মকর্তা।