বালু-মাটির বিশাল স্তুপের উপর কিছু কিশোর ফুটবল খেলছিল। তখন এ ঘটনা ঘটে।
Published : 06 Oct 2024, 12:11 AM
বগুড়ার শেরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত হয়েছে; আহত হয়েছে সাতজন।
শনিবার দুপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদী মাঠে এ ঘটনা ঘটে বলে শেরপুর থানার পরিদর্শক ( তদন্ত) জিয়ারুল ইসলাম জানান।
নিহতরা হল- জয়লা আলাদী গ্রামের মোল্লা বক্স কল্যাণী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম ও চক খানপুর গ্রামের আবু তালেবের ছেলে, খানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মোরছালিন।
আহতরা হল- জয়লা আলাদী গ্রামের আশরাফের ছেলে রাসেল, আকতারের ছেলে মেরাজুল, নুরুল ইসলামের ছেলে রানা, জহুরুলের ছেলে রুস্তম, সাত্তারের ছেলে সিহাব, রাকিব ও কামরুল।
এলাকাবাসী জানায়, জয়লা আলদী গ্রামে বাঙ্গালী নদী থেকে ড্রেজার দিয়ে তুলে রাখা বালু-মাটির বিশাল স্তুপের উপর দুপুরে কিছু কিশোর ফুটবল খেলছিল। তখন বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। বজ্রপাতে ঘটনাস্থলেই ওই দুই স্কুলছাত্র নিহত হয়। আহতদের উদ্ধারের পর শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী বলেন, আহতদের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
শেরপুর থানার পরিদর্শক জিয়ারুল ইসলাম বলেন, নিহত দুই স্কুলছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।