বন বিভাগ জানায়, অবাধে বন-জঙ্গল উজাড় হওয়ায় খাদ্যসংকটে মেছো বাঘের শাবকগুলো লোকালয়ে ঢুকে পড়েছে।
Published : 03 Feb 2024, 04:26 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি স’মিল থেকে মেছো বাঘের দুইটি শাবক উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকার মোস্তাক আহমেদের স’মিলে শাবক দুইটি পাওয়া যায় বলে টেকনাফ উপকূলীয় বন বিভাগের বিট কর্মকর্তা আহসানুল কবির জানান।
স’মিলের মালিক মোস্তাক জানান, সকালে তার স’মিলে কাঠের স্তুপের ভেতরে মেছো বাঘের বাচ্চা দেখতে পান শ্রমিকরা। পরে শ্রমিকরা বিষয়টি তাকে অবহিত করেন। এরপর তারা কয়েকজন মিলে শাবক দুটিকে ধরে বিভাগকে খবর দেয়।
উপকূলীয় বন বিভাগের বিট কর্মকর্তা আহসানুল কবির বলেন, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের দুইটি শাবক উদ্ধারের পর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন।
“শাবকগুলো এখনও খুবই ছোট। তাই পাহাড়ে ছেড়ে দেওয়া ঠিক হবে না। শাবকগুলোকে মাছ ও মুরগির মাংস খেতে দেওয়া হচ্ছে। বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা পেলে চকরিয়া ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হবে। “
অবাধে বন-জঙ্গল উজাড় হওয়ায় খাদ্যসংকটে মেছো বাঘের শাবকগুলো লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা এই বন কর্মকর্তার।
এর আগে ২৪ জানুয়ারি টেকনাফ উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া মেছো বাঘের একটি শাবককে উদ্ধার করা হয়েছিল। পরে বন বিভাগের সংশ্লিষ্টরা ওই শাবকটি স্থানীয় গহীন বনে ছেড়ে দেন।
আরও পড়ুন: