মামলায় জামালপুর-৪ আসনটি শূন্য ঘোষণারও আবেদন জানান হয়েছে।
Published : 12 May 2024, 10:18 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও হলফনামায় তথ্য গোপনের মামলায় জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্যকে জবাব দাখিলের জন্য চার সপ্তাহের সময় দিয়েছে হাইকোর্ট।
রোববার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নাজিবের আদালত (এনেক্স ২৪) এ আদেশ দেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খোরশেদ আলম খান।
তিনি জানান, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদের বিরুদ্ধে মামলাটি করেছেন নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।
মামলায় অধ্যক্ষ আবদুর রশীদের বিরুদ্ধে হলফনামায় সম্পদসহ বিভিন্ন তথ্য গোপন এবং নির্বাচনে ভোট জালিয়াতির মাধ্যমে বিজয়ের অভিযোগ তোলা হয়েছে। একইসঙ্গে মামলায় জামালপুর-৪ আসনটি শূন্য ঘোষণারও আবেদন জানান হয়েছে।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খোরশেদ আলম খান। বিবাদী পক্ষে ছিলেন সাবেক রেলমন্ত্রী আইনজীবী নুরুল ইসলাম সুজন ও অ্যাডভোকেট সাঈদ হোসেন রাজা।
আইনজীবী খোরশেদ আলম খান জানান, রোববার আদালতের কার্যক্রম শুরু হলে বিবাদীপক্ষ এসব অভিযোগের প্রেক্ষিতে জবাব দিতে আট সপ্তাহের সময় প্রার্থনা করেন।
পরে আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বিবাদীপক্ষকে সুনির্দিষ্ট জবাব দিতে চার সপ্তাহের সময় দিয়েছেন।
আগামী ১২ জুন মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলেও জানান এই আইনজীবী।