“চালক পিকআপ ভ্যান না থামিয়ে জয়নাল ভাইকে চাপা দিয়ে চলে যায়।”
Published : 14 Aug 2024, 05:44 PM
কুমিল্লার লালমাই উপজেলায় দ্রুত গতির একটি পিকআপ ভ্যানের চাপায় এক নৈশপ্রহরীর প্রাণ গেছে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভুশ্চি দক্ষিণ বাজারের কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে লালমাই থানার ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জহিরুল ইসলাম জানান।
নিহত জয়নাল আবেদীন (৫০) লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মৃত জব্বর আলীর ছেলে।
ভুশ্চি বাজারের ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, “পিকআপ ভ্যানটি বাগমারা থেকে পাশের নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডার দিকে যাচ্ছিল। নৈশ প্রহরী জয়নাল ভাই পিকআপটি থামাতে সংকেত দেন। কিন্তু চালক পিকআপ ভ্যান না থামিয়ে জয়নাল ভাইকে চাপা দিয়ে চলে যায়।
“এ সময় তার দুটি পা ভেঙে যায়। পরে বাজারের ব্যবসায়ীরা গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
ভুলইন উত্তর ইউপির সদস্য (মেম্বার) বাচ্চু মিয়া বলেন, জয়নালের পরিবার আর্থিকভাবে অনেক অস্বচ্ছল। তার দুর্ঘটনাজনিত মৃত্যুতে পরিবারের সদস্যরা পথে বসার অবস্থা হয়েছে।
পরিদর্শক জহিরুল বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাজারের ব্যবসায়ীরা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।