“চারপাশে পানি থাকায় সড়কের পাশে অল্প জায়গায় দাফন করেছি। সেই জায়গাটার কয়েক ইঞ্চি নিচেই পানি।”
Published : 08 Oct 2024, 04:06 PM
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ঢলের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তির নাম রুসমত খান (৬০)। তিনি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের শ্রীপুর গ্রামের বাসিন্দা।
গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রুহুল আমীন জানান, সোমবার বিকালে ওই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনায় রুহুল বলেন, “টানা তিনদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাঁওকান্দিয়া ইউনিয়নের বাড়িঘর ও রাস্তা পানিতে প্লাবিত হয়। বন্যার পানিতে রুসমত খানের বাড়ির চারপাশে কোমর সমান পানি উঠে যায়।
“সোমবার দুপুরের দিকে বাড়ির পুকুরের পাশ দিয়ে বন্যার পানি ভেঙে হেঁটে গ্রামের মূল সড়কের দিকে যাচ্ছিলেন রুসমত। এ সময় পা পিছলে তিনি পুকুরে পানিতে পড়ে স্রোতে ভেসে যান। বিকালের দিকে বাড়ি থেকে কিছুটা দূরে তার লাশ উদ্ধার করেন স্বজনরা।”
রুসমতের ভাতিজা আলাল খান বলেন, “পানিতে বাড়ির আশপাশে বুক সমান পানি। বাড়ির কোনদিকে রাস্তা, আর কোন দিকে পুকুর কিছুই বোঝার উপায় নাই। বাড়ির সামনে পুকুরের পাশ দিয়ে আমার চাচা যাওয়ার সময় পানিতে পড়ে গিয়ে মারা গেছেন।”
তিনি বলেন, “চারপাশে পানি থাকায় স্থানীয় সড়কের পাশে অল্প জায়গায় দাফন করেছি। সেই জায়গাটার কয়েক ইঞ্চি নিচেই পানি।”