বেড়াতে গিয়ে রিসোর্টের পুকুরে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

নিহতরা টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2023, 11:42 AM
Updated : 3 May 2023, 11:42 AM

গাজীপুরের পুবাইলের একটি রিসোর্টে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে মেঘডুবি এলাকার সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলো- টঙ্গী পূর্ব থানার মধ্য আরিচপুর গ্রামের আজিজুল হকের ছেলে মো. হামিম হক এবং একই গ্রামের লিটন মিয়ার ছেলে মো. নোমান। তারা টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুবাইল থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, মধ্য আরিচপুর এলাকা থেকে রিসোর্টটিতে বেড়াতে গিয়েছিল ১০/১২ জনের একটি দল। দুপুরে নিহত দুই স্কুলছাত্রসহ অনেকেই পুকুরে গোসল করতে নামে।

ওসি আরো জানান, কিছুক্ষণ পর অন্য বন্ধুরা হামিম ও নোমানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাদের পুকুর থেকে উদ্ধার করা হয়। এরপর হামিমকে পুবাইলের করমতলা কমিউনিটি হাসপাতালে ও নোমানকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।