ছান্দড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে গত ২৭ মার্চ অ্যাডহক কমিটি হয়।
Published : 11 Apr 2025, 10:32 PM
মাগুরার শালিখা উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যার এ ঘটনার সঙ্গে স্কুল কমিটি নিয়ে সৃষ্ট বিরোধের যোগসূত্র রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
আহত প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিজানুর বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় বাইকে বাড়ি ফেরার সময় ছান্দড়া গ্রামের জাহাঙ্গীর ও ইনছান আমার ওপর হামলা হামলা চালায়। আমি দৌড়ে পাশে বোনের বাড়ি আশ্রয় নিই।
“জাহাঙ্গীর ও ইনছান এলাকার চিহ্নিত অপরাধী। তাদের নামে শালিখা থানায় একাধিক মামলা রয়েছে। তাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই। কী কারনে আমার ওপর হামলা হয়েছে, তা ঠিক বলতে পারছি না।”
শালিখা থানার ওসি মো. ওলি মিয়া বলেন, গত ২৭ মার্চ ছান্দড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি হয়। এ কমিটি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে।
“এ ব্যাপারে ওই শিক্ষক শালিখা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”