গাঁজাসহ বাবু মিয়াকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
Published : 19 Sep 2024, 10:45 AM
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রায় ২০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। যাকে ‘মাদক ব্যবসায়ী’ বলছে র্যাব।
বুধবার দুপুরে উপজেলার ভাটিয়াপাড়ায় তায়েবা রেস্টুরেন্টের সমানে থেকে তাকে আটক করা হয় বলে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের মিডিয়া সেল।
আটক বাবু মিয়া (২৪) কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কালিপুর এলাকার মো. জমশেদ মিয়ার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদে মাদক ক্রয়-বিক্রয় ও পরিবহনের জন্য কয়েকজন ভাটিয়াপাড়ায় অবস্থান করছে বলে জানা যায় । পরে বুধবার দুপুরে র্যাবের একটি দল তায়েবা রেস্টুরেন্টের সমানে অভিযান চালিয়ে বাবু মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে গাঁজাসহ বাবু মিয়াকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।