এ ছাড়া পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে বিজিবি।
Published : 05 Feb 2025, 05:28 PM
ফেনীর বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাইপথে আনা প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ ছাড়া পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাতে পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা সীমান্তে আলাদা অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানান বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
বিজিবি জানায়, গোপন খবর পেয়ে বিজিবির টহল দল ছাগলনাইয়া উপজেলার দেবপুর, যশপুর, মধুগ্রাম, চম্পকনগর এবং পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়।
এ সময় চোরাইপথে আনা বিপুল পরিমান ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, আতশবাজি, সিগারেট ও গরু জব্দ করা হয়।
অপরদিকে পরশুরাম সীমান্ত এলাকা থেকে ছেড়ে আসা সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দেয় বিজিবি। ট্রাকটি না থামালে বিজিবি টহল দল ধাওয়া করে। এক পর্যায়ে জেলা শহরের বিসিক মোড় এলাকায় মফিজ কন্সট্রাকশনে ট্রাকটি ফেলে চালক পালিয়ে যান।
পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং লেহেঙ্গা জব্দ করা হয়। সবমিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, জব্দ করা মালামাল ফেনী কাস্টমস ও শুল্ক অফিসে এবং মাদকগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ ছাড়া চিহ্নিত চোরাকারবারিদের তালিকা করে যৌথ বাহিনী ও পুলিশের সহায়তায় তাদের আটকের অভিযান পরিচালনা করা হচ্ছে।