ওসি লুৎফুল হক বলেন, কলমাকান্দা বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাজারের পরিস্থিতি শান্ত রয়েছে।
Published : 23 Jun 2024, 01:22 AM
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় সদর বাজারের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে নারীসহ ২৯ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল ও উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান চয়নের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক।
স্থানীয়দের বরাতে তিনি জানান, কলমাকান্দা সদর ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন কলেজ মোড়ে কলমাকান্দা বাজারের খাস ইজারা ডাক নিয়ে মোস্তাফিজুর রহমান চয়ন ও আব্দুল কুদ্দুছ বাবুলের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে মোস্তাফিজুর রহমান চয়ন (৪৮) ও উপজেলা চেয়ারম্যান বাবুলের ছোট ভাই আব্দুল ওয়াদুদ রতনসহ (৪২) উভয়ের কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ফজলে হাসান রাব্বি (৩০), মজিবুর রহমান (৫২), মোশাররফ হোসেন লিটন (৪০) ও মো. শিপনকে (৪০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি লুৎফুল হক আরও বলেন, কলমাকান্দা বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাজারের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি