এখন থেকে প্রতিবেশ সংকটাপন্ন এই এলাকায় ২৪ ঘণ্টা একজন নির্বাহী হাকিম দায়িত্ব পালন করবেন, বলেন ইউএনও।
Published : 12 Nov 2024, 07:15 PM
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এখন থেকে প্রতিবেশ সংকটাপন্ন এই এলাকায় ২৪ ঘণ্টা একজন নির্বাহী হাকিম দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার বিকাল পর্যন্ত চালানো এ অভিযানে ১০ লাখ ঘনফুট বালু, ২০ হাজার ঘনফুট পাথর, ৫০টি ড্রাম ট্রাক ও ৫০০ বারকি নৌকা জব্দ করা হয় বলে জানান গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান।
জব্দ করা মালামালের নিরাপত্তায় দুটি ক্যাম্প স্থাপন করে আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ইউএনও তৌহিদুল ইসলাম বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত জাফলং জিরো পয়েন্ট থেকে বল্লাঘাট, লাখেরপাড়, জুমপাড়, কান্দুবস্তি, নয়াবস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ লাখ ঘনফুট বালু, ২০ হাজার ঘনফুট পাথর, ৫০টি ড্রাম ট্রাক ও ৫০০ বারকি নৌকা জব্দ করা হয়; যায় আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
অভিযানে জব্দ করা পরিবহনগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয়রা প্রতিরোধের চেষ্টা করেন। পরে পরিবহন শ্রমিক নেতা মো. ইয়াসিনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
“এ সময় পরিবহন মালিক-শ্রমিকরা ইসিএভুক্ত এলাকাসহ গোয়াইনঘাটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে যুক্ত থাকবে না বলে টাস্কফোর্স দলের নির্বাহী হাকিমের কাছে অঙ্গীকার করেন”, বলেন তিনি।
ইউএনও বলেন, অভিযান শেষে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পাথর ভাঙা ক্র্যাশার মিল পরিদর্শন করে টাস্কফোর্সের অভিযানিক দল। এ সময় মিলগুলোতে ভারত থেকে আমদানি করা পাথরের পাশাপাশি দেশি পাথরের অস্তিত্ব পাওয়া গেছে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান ইউএনও তৌহিদুল ইসলাম।
অভিযান গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাঈদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ, সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মামুনুর রশিদ, বিজিবি সংগ্রাম ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলী এবং তামাবিল ক্যাম্পের নায়েব সুবেদার আরিফ উপস্থিত ছিলেন।