মোটরসাইকেল চালক একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে কভার্ড ভ্যানের সামনে চলে যায়।
Published : 29 Jan 2025, 02:42 PM
দিনাজপুরের পার্বতীপুরে কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক আরোহী।
বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার হাজির মন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পার্বতীপুর থানার ওসি আব্দুস সালাম।
নিহতরা হলেন- উপজেলা রঘুনাথপুর গ্রামের বুলুর ছেলে শাহিনুর ইসলাম (৩০) এবং ছোট হরিপুর গ্রামের অনবিকা চন্দ্র রায়ের ছেলে সুকদেব কুমার রায় (৪২)।
আহত হয়েছেন, জাহানাবাদ গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আব্দুস সালাম বলেন, সকালে মোটরসাইকেল চালক একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে কভার্ডভ্যানের সামনে চলে যায়। এতে কভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুইজন নিহত হয়।
আহত একজনকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর কভার্ড ভ্যানটি জব্দ এবং এর চালক ইলিয়াসকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।