ফরিদপুরে এ ঘটনায় শিশুটির মা এক দোকানির বিরুদ্ধে মামলা করেছেন বলে জানায় পুলিশ।
Published : 12 Apr 2025, 07:08 PM
ফরিদপুর সদর উপজেলায় দোকানে খাবার কিনতে গিয়ে সাত বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে ওই দোকানি পলাতক রয়েছেন।
শুক্রবার সকালে ঘটনার পর রাতে ওই শিশুর মা বাদী থানায় মামলা করেছেন বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান।
আসামি আহাম্মদ শেখ (৫০) ফরিদপুর পৌরসভার পশ্চিম গঙ্গাবর্দী এলাকার বাসিন্দা। শহরতলীর পশ্চিম গঙ্গাবর্দী এলাকায় তার একটি দোকান রয়েছে। আহাম্মদ শিশুটির সম্পর্কে নানা হয় বলে জানা গেছে।
পুলিশ ও শিশটির স্বজনরা জানান, ঘটনার দিন সকালে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী আহাম্মদের দোকানে পাউরুটি কিনতে যায়। এ সময় আহাম্মদ শিশুটিকে দোকানের ভেতর অন্য একটি রুমে নিয়ে যান। সেখানে শিশুটির জামা-কাপড় খুলে তার শরীরের বিভিন্ন অঙ্গ স্পর্শ করেন আহাম্মদ।
এক পর্যায়ে শিশুটি বিরক্তবোধ করলে তাকে ছেড়ে দেয় আহাম্মদ। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি স্বজনদের জানায়। রাতেই শিশুটির মা আহাম্মদকে আসামি করে মামলা করেন।
ভুক্তভোগী শিশুটি বলে, “বোনকে সঙ্গে নিয়ে পাউরুটি কিনতে আহাম্মদ নানার দোকানে যাই। দোকানে গিয়ে পাউরুটি চাইলে তিনি আমার ও আমার বোনকে চকলেট দেন। চকলেট দেওয়ার পর আমাকে দোকানের ভেতর যেতে বলেন। আর আমার বোনকে বলে, তুমি বাইরে থাক।
“আমি দোকানের ভেতর গেলে পাশের রুমে নিয়ে গিয়ে আমার প্যান্ট খুলে খারাপ কাজ করার চেষ্টা করেন। বিরক্ত হয়ে ছেড়ে দিতে বললে, আমাকে ছেড়ে দেয়। বাড়িতে গিয়ে আম্মুর কাছে সব কথা বলে দেই।”
শিশুটির মা বলেন, “মেয়ের কাছে বিষয়টি শুনে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন দিয়ে ঘটনাটি জানাই। পরে থানায় গিয়ে মামলা করি। আমার মেয়ের সঙ্গে যে অন্যায় করা হয়েছে, তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”
ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনার পর থেকে আহাম্মদ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।