Published : 03 May 2025, 09:54 PM
মাগুরার শ্রীপুর উপজেলায় এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে আসামি করে মামলা হয়েছে।
শ্রীপুর থানার ওসি মো. ইদ্রিস আলী বলেন, শুক্রবার রাতে শিশুটির চাচা সহকারী শিক্ষক মিজানুর রহমান টিটোকে আসামি করে মামলাটি করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার বরাতে পুলিশ জানায়, বুধবার দুপুরে চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী (১১) স্কুলের দ্বিতীয় তলার বাথরুমে গিয়েছিল। তখন ওই শিক্ষক শিশুটিকে তৃতীয় তলার সিঁড়ি কোঠায় নিয়ে যৌন নিপীড়িন করে। এবং ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়।
শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি পরিবারকে জানায়। তখন পরিবার থানায় গিয়ে অভিযোগ দিয়ে আসে। অভিযোগের পর প্রাথমিক তদন্তে সত্যতা পেলে শুক্রবার রাতে মামলা হয় বলে জানায় পুলিশ।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশীদ বলেন, তিনি খুলনাতে প্রশিক্ষণে থাকায় এ সম্পর্কে কিছুই জানেন না। তবে, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।