শিল্পীর আঁকা ছবিতে বঙ্গোপসাগরের ব-দ্বীপ বাংলাদেশের ধ্বনি এবার স্পন্দিত হবে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়াতে।
Published : 24 Aug 2022, 05:18 PM
বাংলাদেশি দম্পতি আতিক রহমান ও নিরা রহমান অস্ট্রেলিয়ার মেলবোর্ন অভিবাসী, ২১ বছর ধরে শখের বশে বাংলাদেশি চিত্রশিল্পীদের শিল্পকর্ম সংগ্রহ করে আসছেন তারা।
আতিক রহমান কাজ করেন একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়, নিরা রহমান মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদে শিক্ষকতা করেন। তাদের সংগ্রহে থাকা শিল্পকর্ম নিয়ে ‘বাংলাদেশের হৃদয় হতে’ শিরোনামে প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে মেলবোর্নের ডিকিন ইউনিভার্সিটি।
এ দম্পতি জানান, ৫ সপ্তাহব্যাপী এ প্রদর্শনী আসছে শুক্রবার উদ্বোধন হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এতে স্থান পাচ্ছে বাংলাদেশের ২১ শিল্পীর ৩১ শিল্পকর্ম।
প্রবেশমূল্য ছাড়াই এ প্রদর্শনী প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
যেসব শিল্পীদের কাজ নিয়ে এ প্রদর্শনী সাজানো হয়েছে তারা হলেন- আব্দুল মান্নান, আব্দুস শাকুর শাহ, অলকেশ ঘোষ, বীরেন সোম, ফরিদা জামান, ফেরদৌসি প্রিয়ভাষিণী, জামাল আহমেদ, কনকচাঁপা চাকমা, কারু তিতাস, কাজী শহীদ, মোহাম্মদ ইকবাল, মনিরুল ইসলাম, মনসুর উল করিম, কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, শাহাবুদ্দিন আহমেদ, শেখ আফজাল ও সমরজিৎ রায় চৌধুরী।
আতিক রহমান ও নিরা রহমান বলেন, “এ প্রদর্শনী আয়োজনের একদিকে যেমন রয়েছে ফেলে আসা জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা, অন্যদিকে রয়েছে নতুন আবাসভূমিতে এক টুকরো বাংলাদেশকে গড়ে নেওয়ার, নিরন্তর খুঁজে বেড়াবার আন্তরিক প্রয়াস।”
শিল্পীর আঁকা ছবিতে বঙ্গোপসাগরের ব-দ্বীপ বাংলাদেশের ধ্বনি এবার স্পন্দিত হবে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়াতে। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এ প্রদর্শনী নিয়ে আসুক প্রাণস্পর্শী মৈত্রীর বারতা, এমনটাই প্রত্যাশা আতিক-নিরা দম্পতির।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা [email protected]। সঙ্গে ছবি দিতে ভুলবেন না যেন!