‘প্রহেলিকা’ চলচ্চিত্রে অভিনয় ও চার দশক ধরে বাংলা সংস্কৃতিতে ভূমিকার জন্য এ সম্মাননা পান তিনি।
Published : 22 Aug 2023, 08:57 PM
‘প্রহেলিকা’ চলচ্চিত্রে অভিনয় ও চার দশক ধরে বাংলা সংস্কৃতিতে ভূমিকার জন্য অস্ট্রেলিয়ায় ‘আইকনিক অ্যাক্টর’ সম্মাননা পেলেন অভিনেতা মাহফুজ আহমেদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে ল্যাংফোর্ডের ফিউশন ইভেন্ট সেন্টারে তাকে এ সম্মাননা দেয় স্থানীয় প্রতিষ্ঠান ‘বেঙ্গল মিডিয়া’।
সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে মাহফুজ বলেন, “আপনারা যে বাংলাদেশ রেখে এসেছেন তা বদলে গেছে, অনেক এগিয়েছে, সেইসঙ্গে এগিয়েছে চলচ্চিত্রও। অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশে বাংলা সিনেমার এমন জোয়ার আগে দেখিনি।”
অনুষ্ঠানে ভার্চুয়াল বার্তায় শুভেচ্ছা জানান প্রহেলিকার পরিচালক চয়নিকা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পাঞ্জেরী প্রিন্ট অ্যান্ড পাবলিকেশনের স্বত্বাধিকারী কামরুল হাসান শায়ক।
পার্থের স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আবু সিদ্দিক, শাহেদীন শহীদ, আনিসুর রহমান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহবুবুর রহমান সেলিম, সাব্বির হোসাইন, মলি সিদ্দিকা ও শহীদুল ইসলামসহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা।
আয়োজনটির দ্বিতীয় অধ্যায়ে নাটক নির্দেশক হিসেবে বাপী মাজহার, পারফর্মার ও স্ক্রিপ্ট রাইটার হিসেবে বিশ্বজিৎ বোস, নাট্য কোরিওগ্রাফার হিসেবে ফারহানা আালি সুমি, আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী হিসেবে তাসনিমুল গালিব অমিত, লিড ভোকালিস্ট হিসেবে আসিফ আক্কাস, সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে সামসুল ইসলাম এবং ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে জসিমউদ্দিন রানাকে সনদ দেন অভিনেতা মাহফুজ আহমেদ।
পুরো আয়োজনটির সঞ্চালনা ও পরিকল্পনায় ছিলেন বেঙ্গল মিডিয়ার নির্জন মোশাররফ ও কাজী সুমন। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন মনজুর বাপ্পি, মারিয়াম মুন, মার্জিয়া ইসলাম ও ফারজানা জাফর।