ইতালি, সার্বিয়া ও মন্টেনেগ্রোতে বসবাসরত বাংলাদেশিরা এ সেবা পাবেন।
Published : 09 Oct 2023, 05:28 PM
ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
চলতি মাসের শেষ সপ্তাহে রোমে দূতাবাস ও মিলানে কনস্যুলেট অফিস থেকে এ সেবা পাবেন ইতালি, সার্বিয়া ও মন্টেনেগ্রোতে বসবাসরত বাংলাদেশিরা।
বৃহস্পতিবার রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফাইড ফেইসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “দূতাবাসে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কোন সুযোগ থাকবে না, কেবল নতুন আবেদন গ্রহণ করা হবে। এ সেবা চালুর সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হওয়ামাত্র তা দূতাবাসের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে প্রকাশ করা হবে।”
এ ব্যাপারে রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, “বাংলাদেশ নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত সব বিভাগের সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে সবসময় যোগাযোগ করা হচ্ছে। আমরা এ মাসের শেষ সপ্তাহে দূতাবাস ও কনস্যুলেট অফিসে জাতীয় পরিচয়পত্র সেবা চালু করতে পারবো বলে আশা করছি।”
দেশটিতে জাতীয় পরিচয়পত্র সেবা চালুর খবরে প্রবাসী এম কে রহমান লিটন বলেন, “প্রবাসীরা যদি দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে পারে তাহলে অনেক ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। বর্তমানে জাতীয় পরিচয়পত্র পেতে দেশে গিয়ে আবেদন করে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।”