গুম প্রতিরোধ সমাবেশ ঠেকাতে জাতিসংঘে আ. লীগের র‍্যালি

‘বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ’ ব্যানার হাতে এতে অংশ নেন দলটির নেতা-কর্মীরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2022, 09:14 AM
Updated : 31 August 2022, 09:14 AM

‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সামনে প্রবাসী দুটি সংগঠনের প্রতিবাদ সমাবেশের খবরে র‍্যালি করেছে আওয়ামী লীগ সমর্থকরা।

মঙ্গলবার বিকেলে ‘বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ’ ব্যানার হাতে এতে অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্র যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে ‘বাংলাদেশি আমেরিকান কনসার্ন সিটিজেন’ এবং ‘দ্য কোয়ালিশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্র্যাসি ইন বাংলাদেশ’ নামে দুটি সংগঠনের পক্ষ থেকে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ আয়োজনের তথ্য জানাজানি হলে তাৎক্ষণিক এ র‍্যালি করেন তারা।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, “জাতিসংঘের মতো বিশ্ব সংস্থাকেও ওরা মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করতে চায়। বাংলাদেশের র‌্যাব-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে জঙ্গি হিসেবে চিহ্নিতদের মূলোৎপাটন করেছে। এজন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রশংসাও পেয়েছে দেশপ্রেমিক এসব বাহিনী। তবু একাত্তরের পরাজিত শত্রুরা নবউদ্যোমে মিথ্যাচারে লিপ্ত হয়েছে।”

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া বলেন, “আজ যখন জাতিসংঘের ভেতরে সারাবিশ্বের পুলিশ প্রধানদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে, ঠিক সে সময়ে বাংলাদেশে গণধিকৃত একটি মহল বানোয়াট অপপ্রচারে লিপ্ত হয়েছে।”

র‍্যালিতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য সৈয়দা ফরিদা রেজা নূর, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের, সাংগঠনিক সম্পাদক কাজী মনসুর খৈয়াম, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সেবুল মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি শাসসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, উপদেষ্টা পরিষদের সদস্য মাসুদুল হাসান, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউ ইয়র্ক সফররত জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি নাহিদ রেজা জন সিকদার, পেনসিলভেনিয়া ট্রাই-কাউন্টি আওয়ামী লীগের সভাপতি খায়ের মোহাম্মদ মিয়া ও কানেকটিকাট আওয়ামী লীগের নেতা হুমায়ূন কবীর।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সঙ্গে ছবি দিতে ভুলবেন না যেন!