সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন শেখ সামিরা।
Published : 22 Mar 2025, 03:02 AM
ফেরদৌস করিম আখনজীকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাব’।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্যারিসের একটি রেস্তোরাঁয় সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা থেকে এ কমিটির ঘোষণা আসে।
সভায় ইফতার ও দোয়া মাহফিল শেষে প্রেস ক্লাবের সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন শেখ সামিরা। নতুন সভাপতি ও সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু, ইউরো বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ, বিসিএফ-এর সাধারণ সম্পাদক নজমুল কবির, ইউরো বাংলা প্রেস ক্লাবের ফ্রান্স শাখার সভাপতি তাজ উদ্দিন, ইকবাল মাহমুদ জাফর, সাইফুল ইসলাম রনি, ইউনিভার্সেল বাংলা নিউজের নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু, প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আবদুল আজিজ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক নয়ন মামুন, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কাউসার আহমেদ ও সদস্য ইরফান আলী পাঠান।