তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তিনি ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন।
Published : 06 Jul 2024, 05:31 PM
ইতালির ভিসেঞ্জা শহরের একটি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশি তরুণ হিমেল মিয়া।
তার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার লোনসিং গ্রামে। তিনি ছাত্রলীগ ইতালি শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গত ৭ ও ৮ জুন ইতালির বিভিন্ন পৌরসভায় এ মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। মন্তেক্কিও মাজ্জোরে নামে ওই পৌরসভায় হিমেল দেশটির ক্ষমতাসীন ডানপন্থি জোটের প্রার্থী হয়ে লড়েন এবং সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন।
নিজ দলের প্রার্থীদের মধ্যেও হিমেল সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তিনি ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন।
হিমেল মিয়া বলেন, “নির্বাচনে দলের কর্মী-সমর্থক এবং ইতালিয়ান ভোটারদের পাশাপাশি বাংলাদেশি ভোটাররা আমার বিজয়ে বড় ভূমিকা রেখেছেন। বরাবরের মতোই আমি কাউন্সিলর পদের নির্ধারিত দায়িত্ব পালনের বাইরে প্রবাসী বাংলাদেশির পাশে থাকবো।”
নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী ও বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০০ জন কাউন্সিলর প্রার্থী বিভিন্ন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্ষমতাসীন জোট থেকে ওই পৌর এলাকায় মোট ৬৪ জন কাউন্সিলর প্রার্থী ভোটের লড়াইয়ে নামেন।
তবে কোনো কোনো মেয়র ৫০ শতাংশ ভোট না পাওয়ায় পুনরায় গত ২৩ ও ২৪ জুন ভোট অনুষ্ঠিত হয়।
হিমেলের এই বিজয়ে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা জানান, ভিসেঞ্জসহ আশপাশের শহরগুলোতে নানা সমস্যায় তিনি বাংলাদেশিদের জন্য কাজ করেন।