নারী কর্মী নিয়োগে বর্তমানে দুই দেশের মধ্যে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই।
Published : 02 Feb 2025, 12:03 AM
মালয়েশিয়ায় বাংলাদেশি নারী কর্মীদের না যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে দেশটিতে বাংলাদেশের হাই কমিশন।
দেশটিতে কর্মসংস্থানের আশায় যাওয়া বাংলাদেশি নারী কর্মীরা বিভিন্ন চক্রের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায় তারা।
বিজ্ঞপ্তিটি মিশনের ভেরিফাইড ফেইসবুক পেইজেও প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, “বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগে বর্তমানে দুই দেশের মধ্যে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই। হাই কমিশন জেনেছে যে, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র দেশের নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তাদের নিয়মবহির্ভূতভাবে মালয়েশিয়ায় ভ্রমণ ভিসা বা অন্য ভিসায় নিয়ে গিয়ে প্রতারিত করছে।
এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি নারী কর্মীদের আর্থিক বা মানসিক ক্ষতির আশঙ্কার কথা জানিয়ে হাই কমিশন বলেছে, “এতে করে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হতে পারে।”
হাই কমিশন সূত্র জানায়, ২০২৪ সালে নতুন-পুরাতন বিদেশি কর্মীদের কাজে যোগ দেওয়ার জন্য ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দেয় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিমানের টিকেট স্বল্পতাসহ বিভিন্ন কারণে ওই সময়ের মধ্যে যেতে পারেননি প্রায় ১৮ হাজার বাংলাদেশি। এর মধ্যেই সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র।
এ অবস্থায় মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মী নিয়োগসংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না আসার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন।