যৌথভাবে এ আয়োজন করে ‘সংগীতাঙ্গন সিঙ্গাপুর’ ও ‘কহন আবৃত্তি চর্চা কেন্দ্র’।
Published : 13 Apr 2025, 04:49 PM
মৌলিক কবিতা ও গানের মেলবন্ধনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সন্ধ্যা ‘ঘুমোবো জোছনা জলে’।
প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে শনিবার সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হয় সিফাস এনেক্স অডিটোরিয়ামে। যৌথভাবে আয়োজন করে ‘সংগীতাঙ্গন সিঙ্গাপুর’ ও ‘কহন আবৃত্তি চর্চা কেন্দ্র’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, অনুষ্ঠানে পরিবেশিত সব কবিতা ও গানের লেখক ফয়েজ তৌহিদুল ইসলাম। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন মনজুরুল মান্নান।
কবিতা আবৃত্তি করেন কহন আবৃত্তি চর্চা কেন্দ্রের শিল্পীরা এবং গান পরিবেশন করেন সংগীতাঙ্গন সিঙ্গাপুরের শিক্ষক ও সংগীতশিল্পীরা। যন্ত্রসংগীতে অংশ নেন রোনাল্ড টনি হীরা (কিবোর্ড), মনজুরুল মান্নান (হারমোনিয়াম) ও শুভেন্দু মুখার্জী (তবলা)।
কহন আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্য মাজহারুল আবেদীন জানান, সন্ধ্যার শুরু থেকেই দর্শক-শ্রোতারা কবিতা ও গানের পরিবেশনা উপভোগ করেন। প্রবাসে বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসার পরিচয় মেলে পুরো আয়োজনজুড়ে।
সংগীতাঙ্গন সিঙ্গাপুরের চেয়ারম্যান জাহানারা খান বেবী বলেন, “সিঙ্গাপুরে বাংলা ভাষা ও সংস্কৃতির ধারাবাহিক চর্চা ও পরিবেশনার একটি অংশ এই আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এরকম অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাসে বাংলা মৌলিক কবিতা ও গান নিয়ে এ ধরনের যুগলবন্দী আয়োজন একদিকে যেমন শ্রোতাদের কাছে নতুন অভিজ্ঞতা এনে দেয়, অন্যদিকে তা সংস্কৃতির ধারাবাহিক চর্চায় ভূমিকা রাখে বলে মন্তব্য করেন উপস্থিত সংস্কৃতিপ্রেমীরা।