আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এ আয়োজন করেন প্রবাসীরা।
Published : 11 Mar 2025, 12:19 AM
নারীর প্রতি সম্মান, সম-অধিকার ও নারীর অবদানকে স্বীকৃতির আহ্বান জানিয়ে ফ্রান্সের প্যারিসে ‘নারী কথা’ শিরোনামে সেমিনার করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শনিবার দুপুরে সলিডারিতে রিপাবলিক চত্বর সংলগ্ন বুর্স দ্য ত্রাভাই মিলনায়তনে এ আয়োজন করে ‘আজি ফ্রান্স’ (সাফ)।
সংগঠনটির যোগাযোগ বিষয়ক সম্পাদক তাওহিদ আহমেদ, তাসনিয়া আনজুম ও সোমা দেবনাথের যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মামুন হাসান ও জোবাইদা শাম্মী।
আরও বক্তব্য দেন হাসনাত জাহান, ফ্রান্সের অভিবাসন সংস্থার (ওএফআইআই) অডিট অফিসার লিন্দা মেরী সরকার, নুপুর হক, মৌসুমী চক্রবর্তী, মেরী হাওলাদার, ঋতু বড়ুয়া ও আয়োজক সংগঠনের সভাপতি নয়ন এনকে।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন লোকমান আহম্মদ আপন। নারী নির্যাতন, নিপীড়ন ও সহিংসতা রোধে সবাইকে সরব ও সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা।
হাসনাত জাহান বলেন, “সমাজ ও জাতির উন্নয়নে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই, সব দ্বিধা ও জড়তাকে কাটিয়ে নারীর সম-অধিকার প্রতিষ্ঠা তথা নারী জাগরণে সবাইকে আন্তরিক ও শ্রদ্ধাশীল হতে হবে; তবেই দেশ ও জাতি সমৃদ্ধশালী হবে।”
নারী দিবস উদযাপনের মাঝে যেন আটকে না থাকে উল্লেখ করে আলোচক লিন্দা মেরী সরকার বলেন, “বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার বার্তা ঘর থেকেই শৈশবে আমাদের শুরু করতে হবে। আমরা যেন আমাদের সন্তানের মধ্যে লিঙ্গ বৈষম্য ঢুকিয়ে না দিয়ে তাদের মননশীল চিন্তার বিকাশে সমানভাবে গড়ে তুলি।”