যুক্তরাষ্ট্রে ‘প্রবাস-বন্ধু’ খেতাব পেলেন মঈন চৌধুরী

অভিবাসীদের পক্ষে কাজের স্বীকৃতি হিসেবে এ খেতাব দেয় নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2023, 10:00 AM
Updated : 21 May 2023, 10:00 AM

অভিবাসীদের পক্ষে আইনি লড়াইয়ের পাশাপাশি কমিউনিটিতে কাজের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘প্রবাস-বন্ধু’ খেতাব পেলেন বাংলাদেশি-আমেরিকান মঈন চৌধুরী।

শনিবার নিউ ইয়র্কে ‘এশিয়ান-আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডারস হেরিটেজ মাস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ খেতাব দেয় নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি।

ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরীর হাতে খেতাবের ঘোষণাপত্র তুলে দেন স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা। কয়েক বছর আগে কমিউনিটিতে সরব থাকার জন্য ‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’ পেয়েছিলেন মঈন।

সম্মাননা পেয়ে মঈন চৌধুরী বলেন, “এশিয়ান হিসেবে আমরা যতবেশি সংঘবদ্ধ থাকতে পারবো ততোই সুফল আসবে। কারণ, ৪৮টি দেশ এবং ৩টি অঞ্চল নিয়ে গঠিত এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডারস। যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে সবকিছুতে আমরা জয়ী হতে পারবো।”

সমাবেশে এশিয়ান-আমেরিকানদের কল্যাণে অবদানের জন্য লিগ্যাল এইড সোসাইটির প্রধান নির্বাহী টেইলা কার্টার, ফিলিপাইন-আমেরিকান কমিউনিটির এক্সিকিউটিভ কাউন্সিল জুলিয়েট অননোয়েভা পায়াবায়াবকে সম্মাননা দেওয়া হয়। আরও বক্তব্য দেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলম্যান শেকর কৃষ্ণান।