বসন্তকে স্বাগত জানানোর মধ্য দিয়ে পরিচালনা পরিষদের সভায় এ ঘোষণা দেন তারা।
Published : 19 Feb 2025, 01:47 AM
যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে’ তাদের পাঁচ বছর পূর্তি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে।
বসন্তকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শনিবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত পরিচালনা পরিষদের সভায় এ ঘোষণা দেন তারা।
তানভীর আহমেদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য বিধান গোস্বামী।
সংগঠনের পাঁচ বছর পূর্তি উৎসব বড় পরিসরে আয়োজনের পাশাপাশি নতুন বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় সভায়।
পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য দেন অজয় রায় রতন, প্রদীপ মজুমদার, চৌধুরী হাফিজুর রহমান, কাজী আশিকুর রহমান, সুপ্রতিম দেব, এম এ আল হাদি, জাহানারা পলি, লাবনী রেজা, ঝুমুর দত্ত, শাফকাত সাঈদ, কামরুন্নাহার মেডোরা, মোহাম্মদ কিবরিয়া, মিনারা জেসমিন ও রিয়াদ আসিফ।
বক্তারা সংগঠনের কার্যক্রম গতিশীল করতে পরিচালনা পরিষদের পুনর্গঠন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির উপর গুরুত্বারোপ করেন। ক্লাবের সাধারণ সভায় নিয়মিত উপস্থিতি, সদস্যদের অংশগ্রহণে বছরজুড়ে আয়োজিত অনুষ্ঠানমালায় অংশ নেওয়া, বাৎসরিক চাঁদা পরিশোধে আগ্রহী ও কর্মোদ্যমী সদস্যদের পরিচালনা পরিষদে অন্তর্ভুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া গত পাঁচ বছর সংগঠনকে গতিশীল রাখতে যারা ভূমিকা রেখেছেন তাদের বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন সময়ে সংগঠনের কার্যক্রম নিয়ে একটি ম্যাগাজিন প্রকাশের ব্যাপারেও পরিচালনা পরিষদের সদস্যরা একমত হন।
সভায় ক্লাবের সদস্যরা একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উদযাপনের পাশাপাশি গ্রীষ্মকালীন ভ্রমণের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করেন। এছাড়া ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তাবনার বিষয়টি আলোচনায় ওঠে।