বাড়ি নিয়ে রাজনীতিবিদদের বাড়াবাড়ি-কাড়াকাড়ি
গফরগাঁওয়ের হাসমত আলী বড় বেশি সৌভাগ্যবান, জীবদ্দশায় তার দেখে যেতে হয়নি বাড়ি নিয়ে শেখ হাসিনার এমন বাড়াবাড়ি। সেই হাসমত আলীর কথা বলছি, রিকশা-ভ্যান চালিয়ে জীবন নির্বাহ করা যে মানুষটি ‘এতিম’ শেখ হাসিনার জন্য সারা জীবনের সঞ্চয় দিয়ে একখণ্ড জমি কিনে রেখে গিয়েছিলেন। এই সব ‘বিরল ভালোবাসা’কে শেখ হাসিনা তুচ্ছাতিতুচ্ছ করে দিয়ে দেশত্যাগ করেছেন।