একাত্তরের স্মৃতিচারণ করে বক্তব্য দেন ৪ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা মো. আমীর খান।
Published : 27 Mar 2025, 10:51 PM
যুক্তরাজ্যে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করেছে ‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের ভ্যালেন্স রোডের পিউর চা-ই সেমিনার হলে এ আয়োজন করেন তারা।
এতে সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাজিদুর রহমান। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাত্তরের স্মৃতিচারণ করে বক্তব্য দেন ৪ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা মো. আমীর খান।
কবি শামসুর রাহমানের কবিতা ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ আবৃত্তি করেন ফাহমিদা খাতুন। স্বরচিত কবিতা ‘আমি স্বাধীনতটাকে খুঁজছি’ পাঠ করেন মুহাম্মদ শাহেদ রাহমান।
বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনসার আহমদ উল্লাহ, সাবেক সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, সহ-সভাপতি সাহেদা রহমান, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি এ রহমান অলি, অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি এমডি সুয়েজ মিয়া ও সদস্য শামীম আশরাফ।
স্বাধীনতাযুদ্ধে তৎকালীন প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন বক্তারা। মুক্তিযুদ্ধে দেশি-বিদেশি সাংবাদিকদের ত্যাগ-তিতিক্ষার কথা তুলে ধরে ভবিষ্যতে একটি সেমিনারের আয়োজন করার প্রস্তাব করেন তারা।
সভায় আরও অংশ নেন কলামনিস্ট জিয়াউল সৈয়দ, রিপোর্টার্স ইউনিটির সহকারী সম্পাদক এসকেএম আশরাফুল হুদা, জগন্নাথপুর টাইমসের প্রতিবেদক সুহেল আহমদ, মুন্না মিয়া, মুহাম্মদ এফ ইসলাম ও সৈয়দ মামুনসহ কমিউনিটি ব্যক্তি, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা।