নির্ধারিত সময়ের আগেই মিছিল নিয়ে সমাবেশস্থলে জড় হন ক্ষমতাসীন দলটির নেতা-কর্মীরা।
Published : 28 Oct 2023, 01:04 PM
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেইটের সামনে এই সমাবেশ শুরু করে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের উপস্থাপনায় অনুষ্ঠান শুরুতে সংগীত পরিবেশন লোকসংগীত শিল্পী লিপি সরকার।
এর আগে নির্ধারিত সময়ের আগে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড় হন ক্ষমতাসীন দলটির নেতা-কর্মীরা।
শুরুতে সমাবেশ মঞ্চে আসেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা। এরইমধ্যে দলের একাধিক কেন্দ্রীয় নেতা সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন।
মঞ্চে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপি মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচি ঘিরে নয়া পল্টনেও বিএনপির নেতা-কর্মীদের ঢল নেমেছে।
জাসাস শিল্পীদের পরিবেশনায় দেশাত্মকবোধক গান দিয়ে সকাল সাড়ে ১০টাতেই শুরু হয় মহাসামবেশের আনুষ্ঠানিকতা। ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা নয়া পল্টনে আসতে শুরু করেন সকাল থেকেই।
বিএনপির মহাসমাবেশ করার ঘোষণার পর আওয়ামী লীগও জানায় একইদিনে বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেইটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে তারা।
পুলিশ প্রথমে দুই রাজনৈতিক দলের কাছেই বিকল্প দুটি জায়গার নাম চায়। তাতে রাজি না হওয়ায় পরে শুক্রবার ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপিকে যে ২০ শর্তে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ।