নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকাল পৌনে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দে্শ্যে রওনা হন বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ ফয়েজ জানান।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৪ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে সেতুমন্ত্রী কাদেরের।
২০১৯ সালের মার্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির পর তার হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। ভারতের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি ঢাকায় এসে তাকে দেখে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
সে সময় এয়ার অ্যাম্বুল্যান্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি হয়। সিঙ্গাপুরে সোয়া দুই মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি দেশে ফেরেন।
এর পর থেকে ফলো-আপ চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতে হয় ওবায়দুল কাদেরকে।