এ আসনে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন ২,১৯৮ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী সানজিদা খানমকে পরাজিত করেন।
Published : 09 Jan 2024, 04:48 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ফল স্থগিত করেছে হাই কোর্ট।
নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানমের এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
গত রোববার সারা দেশে ২৯৯ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন ২,১৯৮ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী সানজিদা খানমকে পরাজিত করেন।
যাত্রাবাড়ী ও শ্যামপুরের আংশিক এলাকা নিয়ে গঠিত এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আওলাদ। ট্রাক প্রতীক নিয়ে তিনি পান ২৪ হাজার ৭৭৫ ভোট। আর নৌকার প্রার্থী সানজিদার বাক্সে পড়ে ২২ হাজার ৫৭৭ ভোট।
পরে ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে মঙ্গলবার হাই কোর্টে এই রিট আবেদন করেন সাবেক সংসদ সদস্য সানজিদা খানম। তার পক্ষে মঙ্গলবার হাই কোর্টে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
আদেশের পর সানজিদা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত শুনানি নিয়ে এ আসনের ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণে আনা অনিয়মের অভিযোগ ১০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গেজেটে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের নাম না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।“
আরও পড়ুন-