সিলেট থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে নামবে আওয়ামী লীগ; দলীয় প্রধান শেখ হাসিনার জনসভার মধ্য দিয়ে যা শুরু হবে।
সোমবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রচার শুরুর এ তথ্য জানান।
ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “আমাদের নেত্রী তার প্রথম নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু করবেন এবং সে সভায় আপনারা সবাই দলে দলে যোগ দেবেন।
“সিলেটের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আমাদের নেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন। আগের জনসভায় আমরা কয়েক লাখ লোকের সমাবেশ দেখে এসেছি।”
এসময় সড়ক ও সেতুমন্ত্রী ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে বড় ভাঙা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।
‘আসলে ফাইনাল খেলা কার সঙ্গে হবে’ এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, “যারা থাকবে, যারা নির্বাচন করবে তাদের সঙ্গে হবে। আমরা কাউকে ছোট ভাবি না। নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণ ভোট দেবে, সব ভোট আওয়ামী লীগকে দেবে এটা আমরা বলিনি।
“জনগণের ভোট যারা পাবে, যেখানে যার সাথে হয় তার সাথে খেলা হবে। যে বেশি ভোট পাবে জয়ী হবে, যে কম ভোট পায় সে পরাজিত হবে। এটাই খেলার বৈশিষ্ট্য।”
ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশ সেতু নির্মাণে বিশ্ব রেকর্ড করেছে। এক দিনে ১০০টি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন আমাদের নেত্রী। কয়েকদিন আগে এক দিনে ১৫০টি সেতুর উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
দেশের উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরে তিনি বলেন, “আমরা সেতু করলাম। আরেকটা মেয়াদে আসলে কী করবো কাজ থাকতে হবে তো এ রকম কিছু কাজতো বাকি আছে। উন্নয়নের ধারা জনগণকে নিয়ে অব্যাহত রাখতে চায়।”
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ এ সময় উপস্থিত ছিলেন।