পেশাজীবী নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।
সোমবার ঢাকার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে এই ইফতার মাহফিল আয়োজন করে দলটি।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক সাহিদা রফিক, আবদুল হাই শিকদার, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সদস্য সচিব কাদের গনি চৌধুরীসহ শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, কৃষিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা এই ইফতারে অংশ নেন।
রোজার প্রথম দিন বিএনপি এতিম এবং ওলামাদের জন্য ইফতার মাহফিল করে।