তফসিল ‘ঠেকাতে’ ইসি অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল

“এই তফসিল একটি দলের ইচ্ছা পূরণের তফসিল’ বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 10:46 AM
Updated : 15 Nov 2023, 10:46 AM

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ঠেকাতে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল নিয়ে ঢাকার রাস্তায় নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

'দলীয় সরকারের অধীনে একতরফা তফসিল জনগণ মানে না' ব্যানার নিয়ে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে এ গণমিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্বে আছেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ।

এই গণমিছিল ঘিরে রাজধানীতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখসহ বিস্তারিত সময়সূচি জানা যাবে বুধবার সন্ধ্যায়। বিকেলে নির্বাচন কমিশনের ২৬ তম সভায় মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিণক্ষণ চূড়ান্ত হবে। তারপর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার বিকালে পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এক সভায়, দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, “এই তফসিল একটি দলের ইচ্ছা পূরণের তফসিল। রাজনৈতিক সমঝোতা ছাড়া একতরফা আত্মঘাতীমূলক তফসিল ঘোষণা দেশবাসী মানবে না।“

“রাজনৈতিক দলগুলোকে আস্থায় না নিয়ে সমঝোতাবিহীন তফসিল ঘোষণা হলে নতুন করে দেশে সংকট তৈরি হবে” বলেও মনে করেন এই নেতা।

এদিকে তফসিল ঘোষণা উপলক্ষে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নির্বাচন ভবনের আশেপাশে।

নির্বাচন ভবনের ভেতরে দর্শনার্থী প্রবেশে চলছে কড়াকড়ি। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন নির্বাচন ভবনের ভেতরে। সকালে নির্বাচন ভবন এলাকায় র‌্যাবের কয়েকটি টহল গাড়ি দেখা যায়। প্রবেশপথে দেখা গেছে পুলিশের এপিসি ও জলকামানের গাড়ি।

নির্বাচন ভবনের প্রবেশ পথে দেওয়া হয়েছে ব্যারিকড। সেখানে সবার পরিচয় জেনে তারপর ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তফসিল ঘোষণাকে ঘিরে ঘিরে নগরীতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি।“

ঢাকা শহরজুড়ে এবং ইসি ভবনের আশেপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরাও তৎপর আছেন বলে জানান ওসি সালাউদ্দিন মিয়া।

কোনোধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পুরনো খবর

Also Read: ইসির নিরাপত্তা দেখে গেলেন ডিএমপি কমিশনার

Also Read: তফসিল নিয়ে আসছেন সিইসি, সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ