“টোটাল সিকিউরিটি দেখার জন্যে এখানে এসেছিলাম। নিরাপত্তা নিশ্চিতে যা করা দরকার, তা করবে পুলিশ।”
Published : 15 Nov 2023, 02:39 PM
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগারগাঁওয়ের নির্বাচন ভবন এবং আশপাশের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান।
বুধবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, “টোটাল সিকিউরিটি দেখার জন্যে এখানে এসেছিলাম।…নিরাপত্তা নিশ্চিতে যা করা দরকার, তা করবে পুলিশ।”
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এমন এক সময়ে তিনি এই তফসিল দিতে যাচ্ছেন, যখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে সারা দেশে অবরোধ চলছে।
বিরোধী দলের এমন কর্মসূচির মধ্যে তফসিল ঘোষণা উপলক্ষে সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নির্বাচন ভবনের আশেপাশে।
নির্বাচন ভবনের ভেতরে দর্শনার্থী প্রবেশে চলছে কড়াকড়ি। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন নির্বাচন ভবনের ভেতরে। সকালে নির্বাচন ভবন এলাকায় র্যাবের কয়েকটি টহল গাড়ি দেখা যায়। প্রবেশপথে দেখা গেছে পুলিশের এপিসি ও জলকামানের গাড়ি।
নির্বাচন ভবনের প্রবেশ পথে দেওয়া হয়েছে ব্যারিকড। সেখানে সবার পরিচয় জেনে তারপর ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
সকালে চার নির্বাচন কমিশনার নির্বাচন ভবনে প্রবেশ করেন। দুপুরে সিইসিও আসেন। সেসময় তার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়।
এই নির্বাচন ঘিরে দেশে শান্তিশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নেবে বলে হুঁশিয়ারি করেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তফসিল ঘিরে নির্বাচন কমিশন ও অন্যান্য নগরবাসীর নিরাপত্তা বিধানের জন্যে যেসব কাজ পুলিশের করা দরকার… বিশেষ সিকিউরিট চেকআপ, নিরাপত্তা তল্লাশি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার বিষয়টি দেখার জন্যে এসেছি।”
নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আন্দোলন নিয়মতান্ত্রিক হলে পুলিশ তাদের নিরাপত্তা বিধান করবে। নৈরাজ্য হলে, শান্তিশৃঙ্খলা বিঘ্ন হলে কঠোর অবস্থান নেবে।”
আরও পড়ুন-