তফসিল কখন ঘোষণা হবে সে বিষয়ে জানাতে ইসির মুখপাত্র ইসির সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের ব্রিফ করবেন সকালে।
Published : 15 Nov 2023, 09:05 AM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে ঢাকার শেরেবাংলা নগরে নির্বাচন ভবন ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সেই সঙ্গে বুধবার সকাল থেকে নির্বাচন ভবনের ভেতরে দর্শনার্থী প্রবেশে চলছে কড়াকড়ি।
পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন নির্বাচন ভবনের ভেতরে। সকাল ৮টার পর নির্বাচন ভবন এলাকায় র্যাবের অন্তত চারটি গাড়ি টহলে দেখা গেছে। প্রবেশপথে দেখা গেছে পুলিশের এপিসি ও জলকামানের গাড়ি।
দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, “নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।”
নির্বাচন ভবনের প্রবেশ পথে দেওয়া হয়েছে ব্যারিকড। সেখানে সবার পরিচয় জেনে তারপর ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
ইসির নিরাপত্তা কর্মকর্তা জহুরা আক্তার বেগমের স্বাক্ষরে এক চিঠিতে নির্বাচন কমিশন সচিবালয়, সব প্রকল্প, নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম কর্মীদের নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল পরিচয়পত্র ‘দৃশ্যমান অবস্থায়’ ঝুলিয়ে রাখতে অনুরোধ করা হয়েছে।
তফসিল কখন ঘোষণা হবে সে বিষয়ে জানাতে ইসির মুখপাত্র ইসির সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের ব্রিফ করবেন সকালে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সকাল ১০টার পর যে কোনো সময় কমিশনে আসবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে বুধবার সকাল থেকে।
শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব বিষয় মাথায় রেখেই তারা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছেন।
আরও পড়ুন