প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় এ মামলায় গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।
Published : 22 Jan 2024, 06:35 PM
প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ ছয়টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেয়।
জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।
নিতাই রায় চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পল্টন এবং রমনা থানায় এ ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় ভেতরে কিছু নেই। হয়রানি করার জন্য এসব মামলা করা হয়েছে।
“আগামী ২৫ মার্চ পর্যন্ত জামিন দিয়েছে। এরপর সংশ্লিষ্ট দায়রা আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।”
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ ঘিরে জমায়েত থেকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়। ওইদিন দৈনিক বাংলা এলাকায় হামলায় একজন পুলিশ সদস্য নিহত হন।
ওই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ পল্টন থানায় মামলা করে।
আরও পড়ুন:
প্রধান বিচারপতির বাসভবনে হামলা রাষ্ট্রদ্রোহের শামিল: হাই কোর্ট
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় কারাগারে আলতাফ
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেপ্তার ফখরুল আদালতে