অন্তর্ভুক্তিমূলক শাসন বাস্তবায়নের লক্ষ্যে দলটি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে।
Published : 17 Apr 2025, 01:04 PM
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।
বৃহস্পতিবার বনানীতে শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি।
রফিকুল আমীন দলটির আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন। আর গণঅধিকার পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা ফাতিমা তাসনিম পেয়েছেন সদস্য সচিবের দায়িত্ব। এর আগে গত ২৮ জানুয়ারি মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের একাংশের নাম বদলে ‘আমজনতার দল’ করা হয়।
২০২১ সালের ২৬ অক্টোবর রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের আত্মপ্রকাশ ঘটে। পরে নিজেদের দ্বন্দ্বে দলটি দুই ভাগ হয়ে যায়।
বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়। এরপর পরিবেশন করা হয় জাতীয় সংগীত। জাতীয় সঙ্গীত শেষে শুভেচ্ছা বক্তব্য দেন রফিকুল আমীন। এ সময় তিনি দলের নাম ঘোষণা করেন।
রফিকুল আমীন বলেন, “মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত আত্মপরিচয় ও স্বাধীনতা, সর্বোপরি বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, লক্ষ লক্ষ শহীদের অভিপ্রায়ে সাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণ ও বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টিকারী স্বৈরাচার শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অন্তর্ভুক্তিমূলক শাসন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আ-আমজনতা পার্টি প্রতিষ্ঠিত হলো।”
অনুষ্ঠানে নয়টি লক্ষ্যের কথা তুলে ধরেন রফিকুল আমীন-
ডেসটিনি গ্রুপ ছাড়াও মোহাম্মদ রফিকুল আমীন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেসটিনির সম্পাদক। অর্থ পাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেন তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১৫ জানুয়ারি তিনি কারামুক্ত হন।
আর ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ থেকে রোববার পদত্যাগ করেন। এর চারদিন বাদে নতুন দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিলেন তিনি।