দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধনপ্রত্যাশী এক ডজন দলের আবেদন নিয়ে তদন্ত চালাচ্ছে ইসি।
Published : 09 May 2023, 07:11 PM
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আরেকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিবন্ধন পেল।
এই দলটির নাম ‘ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ’। এদের নির্বাচনী প্রতীক হবে ‘আপেল’।
এর আগে সর্বশেষ গত ফেব্রুয়ারিতে নাজমুল হুদার গড়ে তোলা ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিয়েছিল ইসি। ইনসানিয়াতকে নিয়ে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪১।
তৃণমূল বিএনপির মতো ইনসানিয়াত বিপ্লবকেও আদালতের আদেশে নিবন্ধন দেওয়া হল বলে নির্বাচন কমিশন জানিয়েছেন।
মঙ্গলবার ইনসানিয়াত বিপ্লবকে আপেল প্রতীক বরাদ্দ দিয়ে ইসি সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন এবং তার গেজেট প্রকাশিত হয়।
নিবন্ধন পাওয়ায় ইনসানিয়াত বিপ্লব আগামী নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে।
নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে দল নিবন্ধনের নিয়ম চালু হয়।
গত এক যুগে ৪৬টি দল কমিশনের নিবন্ধন পেয়েছে। এর মধ্যে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে। ফলে বর্তমানে নিবন্ধিত দল ৪১টি।
২০০৮ সালে শর্তসাপেক্ষে নিবন্ধন পেলেও স্থায়ী সংশোধিত গঠনতন্ত্র দিতে না পারায় নবম সংসদ নির্বাচনের ২০০৯ সালে ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হয়।
দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন আদালত অবৈধ ঘোষণা করে। একাদশ সংসদ নির্বাচনের আগে ইসির প্রকাশিত গেজেটে বলা হয়, আদালত জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করায় আরপিও অনুযায়ী দলটির নিবন্ধন বাতিল করা হল।
নিবন্ধন শর্ত প্রতিপালন না করায় একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন এবং ভোটের পরে ২০২০ সালে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিডিপি, ২০২১ সালে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার নিবন্ধন বাতিল করে ইসি।