রিজভীর ঝটিকা মিছিলে ঢাকায় অবরোধ শুরু

“সরকার বিভিন্ন নাশকতা সৃষ্টি করে এর দোষ বিএনপির ওপর চাপিয়ে, ভয়ভীতি দেখানোর নানা নাটক সাজিয়েছে” বলেন রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2023, 04:25 AM
Updated : 8 Nov 2023, 04:25 AM

তৃতীয় দফা অবরোধের সকালেই ঢাকায় নেতা-কর্মীদের সঙ্গে ঝটিকা মিছিল নিয়ে রাস্তায় নেমেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার ওই ঝটিকা মিছিলের পর চলমান ‘নাশকতার’ জন্য সরকারকে দায়ী করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধের সকালে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় সকাল সাড়ে ৭টায় ১০ থেকে ১২ জন নেতা-কর্মীকে নিয়ে ‘ঝটিকা’ মিছিল করতে দেখা যায় আত্মগোপনে থাকা রিজভীকে।

দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গ্রেপ্তারের পর থেকে তিনি ভার্চুয়ালি আন্দোলন কর্মসূচি ঘোষণা করে আসছেন। এর আগে গত সোমবার খিলগাঁওয়ের তালতলা পল্লীমা সংসদের কাছে নেতাকর্মী নিয়ে ঝটিকা মিছিলে নেমেছিলেন রিজভী।

দেশব্যাপী সড়ক, রেল ও নৌপথ অবরোধের ৪৮ ঘণ্টার নতুন কর্মসূচি বুধবার ভোর থেকে শুরু হয়েছে, যা শেষ হবে শুক্রবার সকাল ৬টায়।

সকালে উত্তরার হাউজ বিল্ডিংয়ের মিছিলের নেতৃত্ব দেন রিজভী।‘আজকের অবরোধ, চলছে চলবে’, স্লোগান দিকে থাকেন নেতাকর্মীরা।

মিছিল শেষে উত্তরার হাউজিং এলাকায় ফুটপাতে বসে কথা বলেন রিজভী। সারাদেশে অবরোধ ‘শান্তিপূর্ণ’ হচ্ছে দাবি করে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, “আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এই অবরোধের ডাক দিয়েছি। সকল নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে এই অবরোধে অংশ নিচ্ছেন। সরকার বিভিন্ন নাশকতা সৃষ্টি করে এর দোষ বিএনপির ওপর চাপিয়ে, ভয়ভীতি দেখানোর নানা নাটক সাজিয়েছে। সকলকে এ ব্যাপারে সজাগ ও সর্তক থাকতে হবে।”

ঢাকা মহানগর উত্তরের কফিল উদ্দিন, এবিএম আবদুর রাজ্জাক, আবদুল মোত্তালেব, জাহিদ মাস্টারসহ আরও কয়েকজন এ সময় উপস্থিত ছিলেন। বক্তব্য দেওয়ার পর কিছুক্ষণ কর্মীদের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যান রিজভী।   

এদিকে নয়া পল্টনে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যে তালা ঝুলছে,সেটি খোলা হয়নি এখনও। ২৮ অক্টোবরের পর থেকে বিএনপি কার্যালয়ের সামনে টানা পাহারা দিয়ে আসছে পুলিশ। 

বিএনপি গত ২৮ অক্টোবর নয়া পল্টনে মহাসমাবেশ ডেকেছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সেই সমাবেশ পণ্ড হয়ে গেলে ২৯ অক্টোবর হরতাল ডাকে দলটি।

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে অবরোধ করে তারা। সেই অবরোধ শেষে ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ ডাকে দলটি। মাঝে একদিন মঙ্গলবার বিরতি দিয়ে ফের অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি।

২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন এবং পরে এই ‘আন্দোলন’ কর্মসূচির শুরুর দিন থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন সড়কে বাস, ট্রাক, অটোরিকশায় আগুন দেওয়ার এবং ভাঙচুর করার খবর আসছে।