দেশের ডিজিটাল লেনদেন ব্যপকহারে বাড়াবে বলে আশা করছে দুই পক্ষ।
Published : 02 May 2024, 08:40 PM
প্রাণ-আরএফএলের সঙ্গে ডিজিটাল পেমেন্ট ও আধুনিক লেনদেন বিষয়ে চুক্তি করেছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ বলেছে, চুক্তির আওতায় পণ্য কেনাবেচার ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের নতুন অধ্যায় শুরু হবে বলে মনে করছে কোম্পানি দুটি।
নগদের প্রধান কার্যালয়ে কোম্পানির নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক এবং প্রাণ-আরএফএল গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী চুক্তিতে সই করেন। নগদের বিজনেস সেলসের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহানসহ উভয় কোম্পানির শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারিত্বের ফলে পণ্য কেনাবেচার সাপ্লাই চেইনে ডিজিটাল অর্থনৈতিক সেবা নিশ্চিত করার পথ খুলল। এটি ডিজিটাল অর্থনীতির গতিধারা আরও বেগবান করবে, যা দেশের ডিজিটাল লেনদেন ব্যপকহারে বাড়াবে বলে আশা করছে দুই পক্ষ।
নগদের অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রাণ-আরএফএল গ্রুপের বাজার অভিজ্ঞতা মিলে দুটি কোম্পানিই গ্রাহকদের নজিরবিহীন অভিজ্ঞতা উপহার দিতে চায় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।