ফরহাদ মজহারের নেতৃত্বে নতুন সংগঠন, চায় ‘নতুন সংবিধান’

নাগরিক অধিকার বিষয়ক নতুন এ সংগঠনের সদস্য সচিব সাংবাদিক শওকত মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2023, 07:47 PM
Updated : 16 March 2023, 07:47 PM

অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করে নতুন সংবিধান প্রণয়ন এবং এর অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে ‘জাতীয় ইনসাফ কায়েম কমিটি’ নামে নবগঠিত একটি সংগঠন, যেটির আহ্ববায়ক প্রাবন্ধিক ফরহাদ মজহার।

বৃহস্পতিবার ঢাকার বনানীতে শেরাটন হোটেলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক নৈশভোজে কমিটির এক প্রস্তাবে এ দাবি জানানো হয়।

নাগরিক অধিকার বিষয়ক নতুন এ সংগঠন জাতীয় ইনসাফ কায়েম কমিটি (ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস) এর সদস্য সচিব সাংবাদিক শওকত মাহমুদ, যিনি বিএনপিতে ভাইস চেয়ারম্যানের পদে রয়েছেন। 

সন্ধ্যায় এ নৈশভোজের আগে সংগঠনটির সদস্য সচিব এ প্রস্তাব উপস্থাপন করেন।

তার দাবি, ‘‘অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারকেই নতুন সংবিধান প্রণয়ন ও তার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে।“

‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় সরকার’ গঠন করা না গেলে গত কয়েক দশকে গড়ে ওঠা সুবিধাবাদী, সন্ত্রাসী ও লুটেরা শক্তি পরাস্ত করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জনগণের প্রতিনিধিত্বশীল ছোট-বড় সব দলকে নিয়ে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, আলেম-উলামারা কারাগারে রয়েছেন উল্লেখ করে বর্তমান অবস্থা থেকে উত্তরণে ‘গণঅভ্যুত্থানই একমাত্র বিকল্প’ বলে মনে করেন শওকত মাহমুদ।

গত ১০ ডিসেম্বর বিএনপিসহ গণতন্ত্র মঞ্চ ও সমমনা কয়েকটি জোট সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ১০ দফা দাবি নিয়ে যুগপৎ আন্দোলন করছে।

তাদের দাবির মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর আন্দোলনরত সব দলকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করে বিএনপি প্রস্তাবিত ‘রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখা’ বাস্তবায়ন করবে।

বিএনপিসহ এসব জোটের আন্দোলনের মধ্যে ‘ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস জাতীয় ইনসাফ কমিটি’র পক্ষ থেকে জাতীয় সরকার গঠন করে সংবিধান সংস্কারের প্রস্তাব আনা হল।

নৈশভোজে সংগঠনের আহ্বায়ক ফরহাদ মজহার স্বাগত বক্তব্য রাখেন।

এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, সাবেক ঊধর্বতন সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন, জানিপপের অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহসহ অবসরপ্রাপ্ত আরও কিছু সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাবেক মুখ্য সচিব আবদুল করিমও অনুষ্ঠানের শেষ দিকে এসে নৈশভোজে অংশ নেন।