শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অন্তত ৫ হাজার মানুষকে রান্না করা খিচুড়ি খাওয়ান হয়।
Published : 15 Aug 2023, 08:26 PM
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ৪৮তম বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সারাদেশে কাঙালি ভোজের আয়োজন ছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর।
মঙ্গলবার সকাল থেকে ঢাকাসহ দেশের জেলা-উপজেলা-ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুস্থ মানুষদের মধ্যে খাবার বিতরণ করেরন।
কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ ধানমণ্ডিতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অন্তত ৫ হাজার মানুষকে রান্না করা খিচুড়ি খাওয়ায়।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কাঙালি ভোজের আয়োজন করে। গরিব মানুষের সঙ্গে বসে দলের নেতা-কর্মীরাও সেই খাবার খান।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কাঙালি ভোজের আয়োজন করা হয়। আর ঢাকা মহানগর দক্ষিণের প্রত্যেকটি থানা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা মহল্লায় মহল্লায় কাঙালি ভোজের আয়োজন করে।”
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটি থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতা-কর্মীরা মহল্লায় মহল্লায় কাঙালি ভোজের আয়োজন করে।
এছাড়া ব্যক্তিগত উদ্যোগে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের নেতারা ঢাকার বিভিন্ন স্থানে কাঙালি ভোজের আয়োজন করেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে কাঙালি ভোজের আয়োজন করে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতারা গাড়ি নিয়ে ঢাকার বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন। যুবলীগ কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন।
যাত্রাবাড়িতে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।
কেন্দ্রীয় আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ঢাকাসহ সারাদেশের জেলা উপজেলা, মহানগর, পৌরসভা, থানা, ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মীরা মহল্লায় মহল্লায় কাঙালি ভোজের আয়োজন করে। এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শোক দিবসের কর্মসূচির পাশাপাশি কাঙালি ভোজের আয়োজন করে।