“আগামী হাজার বছরে যেমন একজন বঙ্গবন্ধু পাওয়া যাবে না, তেমনি একজন শেখ হাসিনাও পাওয়া যাবে না,” বলেন নৌ প্রতিমন্ত্রী।
Published : 12 Nov 2023, 04:59 PM
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে আরও অনেকে প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন, কিন্তু ‘বদলে দেওয়া বাংলাদেশের রূপকার’ হলেন একমাত্র শেখ হাসিনা।
শনিবার দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার মাঠে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং নতুন কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কথা বলছিলেন খালিদ।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী অনেকে ছিলেন, অনেকে আসবে, কিন্তু আমরা একজন শেখ হাসিনা পাব না। আগামী হাজার বছরেও একজন বঙ্গবন্ধু পাওয়া যাবে না। আগামী হাজার বছরে একজন শেখ হাসিনাও পাওয়া যাবে না।“
বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর, তার জ্যেষ্ঠ মেয়ে শেখ হাসিনা ছাড়া আর কেউ ক্ষমতায় এসে বৃহৎ আকারে দেশের পরিবর্তন আনতে পারেনি বলে মন্তব্য করেন নৌ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “আজকে বাংলাদেশ কোথায় চলে গেছে। মাতারবাড়ি থেকে কক্সবাজার যেতে দেড় ঘণ্টা লাগে, চট্টগ্রাম থেকে মাতারবাড়ি আড়াই ঘণ্টা লাগে সমুদ্রপথে। কালকে বিকেল ৫টায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উদ্বোধন শেষে রাত ১১টায় দিনাজপুরে এসে আমি নিজের বাড়িতে ভাত খেয়েছি। এটা কল্পনা করা যায়? এটা হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন। এই বাংলাদেশ বদলে গেছে।“
শেখ হাসিনার দেশপ্রেমের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, "তিনি নেতৃত্বে থাকলে ২০৪১ সালের অনেক আগেই দেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তর হবে। তিনি এই বয়সেও যে পরিশ্রম করেন তা চিন্তাও করা যায়। তার যে দায়বদ্ধতা মানুষের জন্য কিছু করার, এটা অসম্ভব। কাজেই আমি বলি, সঠিক নেতৃত্বের কোনো বিকল্প নাই। পরিকল্পিত কর্মকাণ্ডের কোনো বিকল্প নাই।"
শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বীজ বপন করার ওপর গুরুত্ব আরোপ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, "আজকে তরুণ যারা আছে আমি তাদেরকে বলব, তোমরা শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বা বড় চাকরি না, তোমাদের মধ্যে যাতে লিডারশিপ গড়ে ওঠে সেটার দিকেও তোমাদের মনোযোগ দিতে হবে।“
নিজের নির্বাচনী এলাকার সেতাবগঞ্জ পৌরসভায় ‘পরিকল্পিত উন্নয়নের’ কথা তুলে ধরে খালিদ বলেন, "এজন্য এই উন্নয়ন কর্মকাণ্ড আমরা সকলে মিলে উদযাপন করলাম।"
এ সময় সেতাবগঞ্জে আরো একটি মাল্টিপারপাস অডিটোরিয়াম, শিল্পকলা কমপ্লেক্সসহ জনবান্ধব আরো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার পিরকল্পনার কথা জানান তিনি। একই সঙ্গে পরিচ্ছন্ন দিনাজপুর গড়তে নাগরিক দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, উপ জেলা নির্বাহী কর্মকর্তা ডালিম সরকার, বোচাগঞ্চ থানার ওসি মো. আবুবক্কর সিদ্দিক রাসেলসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।